JODI THAAKE NOSIBEY - TAPOSH FEAT. CHISHTY BAUL: OMZ WIND OF CHANGE [S: 02]
যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে জোর করে মন হরন কর না, করে ছলনা। এই যে ভীষন যন্ত্রনা । । আপন মন হয় যদি মনের মতন, মনে মন করে আকর্ষণ । সেই মনে আর ঘুনে ধরে না রে মন ধরে না । ভালো লাগলে ভালবেসে, কাছে বসে মুচকি হাসে, তাড়াইয়া দিলেও সরে না রে মন সরে না। এই যে ভীষন যন্ত্রনা । । ইচ্ছা দেনার প্রয়োজনে, মনের মানুষ কাছে টানে কোন মনের মানে না মানা রে মন জানো না। বেদ বিধানের নিষেধ মানে না । দুই আত্মার হয় এক মত, দুই মুর্তির হয় একি ছুরত এক মরনে মরে দুইজনা মন জানো না। এই যে ভীষন যন্ত্রনা ।। বেহায়ামনা শামসেল হকে, আশার মশাল জেলে বুকে, অন্ত্রে যন্ত্রে করে সাধনা রে মন মিলে না ।। মনচোরা হালিম চান, নিদয়া নিষ্ঠুর পাষান, আঁখি জলে মন টলে না রে তার টলে না। এই যে ভীষন যন্ত্রনা। গানটির সুরকার ও গীতিকার শামসেল হক চিশতী । (চিশতী বাউল) হিসাবে যিনি বেশী পরিচিত। তাঁর অসংখ্যা জনপ্রিয় গান আজ লোকমুখে, বিভিন্ন দেশীয় ও আর্ন্তজাতিক অনুষ্ঠানে গীত হয়। তাঁর আরেকটি বিখ্যাত গান বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া। এই গুণী শিল্পীর জীবনী সম্পূরকে জানা আমার পক্ষে সম্ভব হয়নি । খুঁজাখুঁজি করে ...

আজ রমযানের প্রথম দিন, গত বছর খেটে খাওয়া এই মানুষগুলোর খুব ব্যস্ততম দিন ছিল।
ReplyDeleteসরকারের উচিত এদের ঘরে ত্রাণ পৈাছায় দেওয়া।আইন শৃঙ্খলা বাহিনীর উচিত ত্রাণ তৎপরতায় সহযোগিতা করা।
ReplyDelete