Dhaka coronavirus update # ঢাকার করোনা ভাইরাস পরিস্থিতি

Image
ঢাকার কোভিড-১৯ পরিস্থি তি গত ২৬/০৩/২০২০ইং হতে সকল মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান বন্ধ আছে। যার কারণে বেকার হয়েছেন অনেক মানুষ। যাদের মধ্যে হোটেলবয়, বাবুর্চি, স্টাফ, সেলসম্যান ( বিশেষ করে মার্কেট গুলোতে কর্মরত হাজার হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক ) যাদের প্রত্যেকেই বেকার হয়ে পরেছেন। কাল থেকে মাহেরমজান শুরু, নিন্ম, নিন্মমধ্যবিক্ত ও মধ্যবিক্ত এই মানুষ গুলোর কক্ট পরিমাপ করার মত না। মার্কেটের দোকান ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ থাকায় তারা নিজেদের পরিবার নিয়ে চলতেই কষ্ট হচ্ছে। তার মধ্যে কর্মচারী ও শ্রমিকের বেতন চালিয়ে যাওয়া অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমনকি অনেক ব্যবসায়ী দেওলিয়া হওয়ার পথে। করোনা ঝুঁকি এড়াতে মার্কেটের দোকান ও খাবার হোটেল গুলো বন্ধ থাকায় কর্মরত মানুষগুলো তাদের পরিবার নিয়ে দু'বেলা দুমুঠো খাবার খেতে পারছে না। লজ্জায় পারছে না কার কাছে হাত পাততে, পারছেনা খিদার জালা মিটাতে। এই এক মাসে জমানো টাকা ভেঙে সব শেষ করেছে, এমন অবস্থায় ছুটির সময় আর বাড়াল সরকার ৫/০৫/২০২০ইং পর্যন্ত। করোনা পরিস্থিতি দিন দিন আর প্রকট আকারে বেড়ে চলছে। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ৫০৩ জন নতুন আক্রান্ত...

MARKETING 5 STEP

Alert Process

A - Acknowledge
L - Listen
E - Explain
R - Recommend ways
T - Thank the customer
Linux VPS

Comments

Popular posts from this blog

Dhaka coronavirus update # ঢাকার করোনা ভাইরাস পরিস্থিতি

Instruction of SEO

Affiliate Marketing & Links