Dhaka coronavirus update # ঢাকার করোনা ভাইরাস পরিস্থিতি

Image
ঢাকার কোভিড-১৯ পরিস্থি তি গত ২৬/০৩/২০২০ইং হতে সকল মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান বন্ধ আছে। যার কারণে বেকার হয়েছেন অনেক মানুষ। যাদের মধ্যে হোটেলবয়, বাবুর্চি, স্টাফ, সেলসম্যান ( বিশেষ করে মার্কেট গুলোতে কর্মরত হাজার হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক ) যাদের প্রত্যেকেই বেকার হয়ে পরেছেন। কাল থেকে মাহেরমজান শুরু, নিন্ম, নিন্মমধ্যবিক্ত ও মধ্যবিক্ত এই মানুষ গুলোর কক্ট পরিমাপ করার মত না। মার্কেটের দোকান ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ থাকায় তারা নিজেদের পরিবার নিয়ে চলতেই কষ্ট হচ্ছে। তার মধ্যে কর্মচারী ও শ্রমিকের বেতন চালিয়ে যাওয়া অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমনকি অনেক ব্যবসায়ী দেওলিয়া হওয়ার পথে। করোনা ঝুঁকি এড়াতে মার্কেটের দোকান ও খাবার হোটেল গুলো বন্ধ থাকায় কর্মরত মানুষগুলো তাদের পরিবার নিয়ে দু'বেলা দুমুঠো খাবার খেতে পারছে না। লজ্জায় পারছে না কার কাছে হাত পাততে, পারছেনা খিদার জালা মিটাতে। এই এক মাসে জমানো টাকা ভেঙে সব শেষ করেছে, এমন অবস্থায় ছুটির সময় আর বাড়াল সরকার ৫/০৫/২০২০ইং পর্যন্ত। করোনা পরিস্থিতি দিন দিন আর প্রকট আকারে বেড়ে চলছে। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ৫০৩ জন নতুন আক্রান্ত...

Online marketing system

Online marketing system is one step ahead of our living standards. The online marketing system spread widely through the world is now at your fingertips. Life has been a simple, beautiful and happy.


  • Online marketing system is in the back of the new looking true to Bangladesh, 
  • Bangladesh has been widely popular. 
  • The widespread popularity of several companies in the sector has improved. 
  • Introduction to the world in which their products are washed very easily have been able to catch up.

Comments

Popular posts from this blog

Dhaka coronavirus update # ঢাকার করোনা ভাইরাস পরিস্থিতি

Instruction of SEO

Affiliate Marketing & Links